হাতেগোনা আর মাত্র কয়দিন। তারপরেই কালীপুজো ও দীপাবলিতে মেতে উঠবেন আপামর জনসাধারণ। তাইতো এই দীপাবলি ও কালীপুজোকে সামনে রেখে ইতিমধ্যে মুকুট তৈরির কাজে ব্যস্ত শিল্পীরা।
দিন রাত এক করে কাজ করে চলেছে মুকুট তৈরির কাজ। ইন্দ্র সিংহ নামে এক শিল্পী জানান, প্রায় ৪৫ বছর ধরে এ কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই কাজ আমার পরিবারের সকলেই জরিয়ে রয়েছে। উত্তরবঙ্গের বৃহত্তম কালী পুজো মানে বুলবুলচন্ডীর সেই কালী প্রতিমার মুকুট তৈরির কাজের দায়িত্ব পেয়েছেন। তাই নিয়ে ব্যস্ত পরিবারের সদস্যরা। ১৫ বছর ধরে বুলবুলচন্ডী কালী মায়ের মুকুটের কাজ সহ আইহো কালী, বুড়ী কালী সহ বিভিন্ন বড় বড় বেশ কিছু কাজ রয়েছে এবছর। বুলবুলচন্ডী কালীর মুকুটের উচ্চতা প্রায় ১২ ফিট করা হয় বলে জানিয়েছেন শিল্পী।